নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : ডুয়ার্স : গতকালের আলিপুরদুয়ার জেলায় একটি হাতির মৃত্যুর পর শুক্রবার আরও একটি হাতির মৃত্যু খবর পাওয়া গেল মালবাজার মহকুমার কাঠামবাড়ি বন দপ্তরের আওতাধীন আপালচাঁদ জঙ্গলে। সাব অ্যাডাল্ট এই হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে বনদপ্তর সূত্রের খবর। তবে হাতিটির মৃত্যু তিন চারদিন আগেই হয়েছে বলে স্থানিয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গলের আশেপাশ এলাকায় কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিলো ।
বন দপ্তর সুত্রে জানা গেছে, “বৃহস্পতিবার বিকেলে টহল দেওয়ার সময় আপালচাঁদ জঙ্গলের মধ্যে মৃত এই হাতিটিকে দেখতে পান টহলরত বনকর্মীরা। যেহেতু রাত হয়ে যায় তাই শুক্রবার সকালে বন আধিকারিক এবং চিকিৎসক এর একটি দল হাতিটির পরিক্ষা নিরিক্ষা করে। এদিনই হাতিটির ময়নাতদন্ত করা হবে”। তবে জঙ্গলের ভেতরে মৃত হাতির ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেন বনকর্মী এবং আধিকারিকেরা। অবশ্য এনিয়ে কোন কথা বলতে চাননি বনোদপ্তরের আধিকারিক বৃন্দ। প্রসঙ্গত যে হাতিটির মৃত্যু হয়েছে, সেই হাতির ছবি তুলতে সাংবাদিকদের বাধা কেন? তা নিয়েই স্থানীয় মহলে উঠেছে প্রশ্ন। যেহেতু হাতিটির মৃত্যু কয়েকদিন আগেই হয়েছে এবং দুর্গন্ধ বের হয়ে গেলেও বনদপ্তরের কর্মীদের নজরে পড়েনি। দুর্গন্ধ বের হবার পর বন দপ্তরের নজরে আসে মৃত হাতিটির । এই নিয়ে এলাকার সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।
বন দপ্তর এই বিষয়ে কোন কিছুই বলতে চায় নি। জানা গেছে জঙ্গলের মধ্যেই ময়না তদন্ত করা হবে হাতিটির।