অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি :    রবিবার ময়নাগুড়ি ট্রাফিক ওসি হোমেশ্বর পাল ও হাইওয়ে ট্রাফিক ওসি রিংঝিং তামাং ও ময়নাগুড়ির সমস্ত সাংবাদিকরা প্রচার অভিযান করেন।

এদিন ময়নাগুড়ি শহরের বিভিন্ন যায়গায় পথচলতি সাধারণ মানুষ,বাস আরোহী ও ক্রেতা বিক্রেতাদের সচেতন করা হয়। যে সমস্ত মানুষজন অসচেতন হয়ে মাস্ক হীন ভাবে ঘোরাফেরা করেন তাদের মস্ক পড়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও পথচলতি মানুষজনকে স্যানিটাইজেশন করা হয়।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি উত্তরোত্তর বেড়েই চলেছে, যার ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে অক্সিজেনের অভাবে করোনা রোগিদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে এদিন জানিয়েছেন ময়নাগুড়ি ট্রাফিক ও সাংবাদিকবৃন্দ।