অবতক খবর,২৬ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশের বহু মানুষ।করোনার এই দ্বিতীয় প্রবাহে প্রাণ হারানো মানুষের সংখ্যাও নেহাত কম নয়। প্রতিদিন সুস্থও হচ্ছেন প্রচুর মানুষ। এই নিয়ে উদ্বিগ্ন দেশ তথা রাজ্য প্রশাসন। আর আজ শহরের বিভিন্ন প্রান্তে করোনার দ্বিতীয় প্রবাহ নিয়ে তৎপর হতে দেখা গেল বীজপুর পুলিশ প্রশাসনকে।

আজ বীজপুর পুলিশ প্রশাসনের তরফে দিকে দিকে মাইকিং করে মানুষকে আতঙ্কিত না হয়ে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের বার্তা দিতে দেখা যায়। এর পাশাপাশি যাদের মুখে মাস্ক ছিল না,তাদের প্রতি কঠোর হয়ে, তাদের মাস্ক দিতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। এছাড়াও তারা বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও কর্মীদের মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করার কড়া নির্দেশ দেন। তাদের বলেন, ক্রেতারা যদি মাস্ক ছাড়া দোকানে প্রবেশ করতে চান তবে তাদের বাধা দিয়ে মাস্ক পড়িয়ে ও স্যানিটাইজ করিয়ে দোকানে প্রবেশের অনুমতি দিতে বলেন।

জনসাধারণের উদ্দেশ্যে তারা বলেন,একটু সতর্কতা অবলম্বন করলেই এড়ানো সম্ভব এই মারণ ভাইরাসকে। সুতরাং আতঙ্কিত না হয়ে যথাযথ করোনা বিধি পালন করুন এবং সুস্থ থাকুন।