অবতক খবর, সংবাদদাতা, হাওড়া :: দীর্ঘ দশ ঘন্টার বেশী সময় ধরে বাড়িতে পড়ে রয়েছে করোনা রোগীর মৃতদেহ।হেলদোল নেই প্রশাসনের।মৃতদেহ সৎকারের জন্য বারবার জগাছা থানায় ফোন করেও কোনো লাভ হয়নি।হাওড়ার ষষ্ঠীতলা এলাকায় গতরাতে নিজের বাড়িতে মৃত্যু হয় গোপাল চক্রবর্তীর(৬০)।বেশ কিছুদিন ধরে তিনি কিডনীর সমস্যায় ভুগছিলেন।হাসপাতালে ভর্তি করা হয়।এরপর কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে আসেন।কিন্তু তারপর কোভিডে আক্রান্ত হন তিনি।গতরাতে বাড়িতেই মৃত্যু হয় তার।

প্রসঙ্গত কয়েকদিন পূর্বেই শিবপুর বিধানসভা এলাকা ৫/৯/২/১ কালি প্রসাদ চক্রবর্তী লেনে করোণায় আক্রান্ত রোগীর মৃতু হয়। তার মৃত্যুর পর পাঁচ ঘণ্টার বেশি দেহ পড়ে ছিল বাড়িতেই, এবারো একই অবস্থা ।প্রশাসনিক এই গড়িমশির জন্য ক্ষোভ বাড়ছে মানুষের।