নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : বর্ধমান :    ভোট পর্ব শেষ হওয়ার পরেও তৃণমূলের গোষ্ঠি সংঘর্ষ অব্যাহত পূর্ব বর্ধমানে৷ দোকান ঘর ভাংচুরের পাশাপাশি,কাপড় জামা লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের অপর গোষ্ঠির বিরুদ্ধে।উপর মহলে জানিয়েও কোনো লাভ হচ্ছেনা বলেন পঞ্চায়েত সদস্য।

সাম্প্রতিক রাজ্যের ভোট পর্ব শেষ হয়। শেষ হয় ফলাফল ঘোষণাও।ভোটের ফলাফল ঘোষনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিজেপি সংঘর্ষের সংবাদ প্রকাশ হয়। সংঘর্ষ থেকে পিছিয়ে নেই পূর্ব বর্ধমানও। এবার বিজেপি তৃণমূলের মধ্যে নয়। সংঘর্ষ বাধ্যে তৃণমূলের একে অপর গোষ্ঠির মধ্যে।

সোমবার বিকেল থেকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের মিল্লিক পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের দোকান ঘর ভাংচুরের পাশাপাশি লুটপাট করা হয় দোকানের কাপড় জামাও। ভাংচুর করাহয় মুড়ির কারখানা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাহয় বাড়ির মহিলাদের। এমনি অভিযোগ করেন মিল্লিক পাড়া এলাকার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। যদিও তৃণমূলের অপর গোষ্ঠির কাউকে না পাওয়ায় তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।