ইভিল
তমাল সাহা

রক্ত কত প্রকার মানে
ব্লাড গ্রুপ জানি।
খুন কত প্রকার
তা জানিনা আমি।

বাবা বলেছিল–
খুন এক প্রকার,
সেটা হলো মানুষের খুন।

দুটি শব্দ শুনছি নতুন
ইভিল– গ্রেটার, লেজার!
ইভিল-এর আবার কি গুণ?
তার অনুষঙ্গ তো লাশ আর আগুন!

দু দলই মহাবলী।
হাতে তলোয়ার,ভোজালি
একদিনেই চৌদ্দজন নরবলি।

ঝরে রক্তমাখা খুন।
শিখূন পার্টি দপ্তরে
কিভাবে জ্বালাতে হয়
দাউ দাউ আগুন।

স্বৈরাচার ও ফ্যাসিবাদ
নিক্তির দু পাল্লায় মাপুন।
খুন কিন্তু দুপাল্লাতেই সমান
তুমি গাইবে কার জয়গান?
না তুলবে বিরুদ্ধতার স্লোগান!

লেজার ইভিল,গ্রেটার ইভিল
এ নিয়ে পরে করো বিতর্ক।
দেখো ইভিল শব্দটি কমোন।
আগে মানুষকে বাঁচাও
সেটাই বিষয়, হও সতর্ক।