সৌভিক দত্ত : অবতক খবর : জলপাইগুড়ি : ৫ মে :    রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকোটা অঞ্চলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে শিলিগুড়ি থেকে মেয়ে নিয়ে এসে গ্রামে দেহ ব্যবসার অভিযোগ উঠলো। গত মঙ্গলবার ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। হাতে নাতে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় গ্রামবাসীদের বলে অভিযোগ।

বিস্ফোরক অভিযোগ রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে বিরোধী নেতা সৌকত আলীর বিরুদ্ধে। এলাকার যুব তৃণমূল সভাপতি তহমিদার রহমান অভিযোগ করে জানান, এলাকার স্বানীয় পঞ্চায়েত সদস্য সিপিআইএম নেতা সৌকত আলী মাঝে মধ্যেই শিলিগুড়ি থেকে মেয়ে নিয়ে এসে এলাকায় অবৈধ কাজ চালাচ্ছে। গতরাতে এলাকারই কিছু যুবক হাতে নাতে পাকড়াও করলে ওই মহিলা সরাসরি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও এলাকারই আরেক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এটা একটা চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে।

সৈকত আলি বলেন, ‘খবর পেয়ে আমিও ঘটনাস্থলে বিষয়টি দেখতে যাই। সেসময় কয়েকজন তাকে ঘিরে ধরে চরাও হয় এবং তাঁর মোবাইল ভেঙ্গে দেয়।’ যদিও বুধবার তাঁর মোবাইল সুইচ অফ থাকায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। কিছুক্ষজনের জন্য ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

অন্যদিকে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় বৈঠক করা হয় রাজগঞ্জ থানার তরফে। এবিষয়ে রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার বলেন, স্থানীয় গ্রামবাসিরা অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত, জলপাইগুড়ি ডিএসপি সমীর কুমার পাল ও রাজগঞ্জ থানার আইসির তরফে সব রাজনৈতিক দলকে শান্তি-শৃঙ্খলার বার্তা দেওয়া হয়েছে।