নিজস্ব প্রতিবেদক : অবতক খবর :     অকাল বর্ষায় জলমগ্ন জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। ভোররাত থেকে অবিরাম বৃষ্টিতে শহরের বেশকিছু এলাকায় জল জমার খবর মিলছে। আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ছিল বৃষ্টির। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি রাজ্যে, ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলল শহরবাসীর। বৃষ্টির দাপটে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। বৃষ্টির অনুপাত কমলেও বেলা গড়িয়ে জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এ রাজ্যে।