নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মালদহ :     লকডাউনের মধ্যে নিজেদের কাজের দুশ্চিন্তা ছেড়ে করোণা সংক্রমণ ঠেকাতে সজাগ হলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জাতীয় সড়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার স্কুল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় স্যানিটাইজেসনের কাজ শুরু করলো সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারাও। তৃণমূল পরিচালিত সুজাপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে অবশ্য স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শুরু হয়েছে করোণা মোকাবিলায় স্যানিটাইজেসনের কাজ। শুধু কেমিক্যাল ছিটিয়ে সেনিটাইজ করাই নয়, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে ধোঁয়ার মাধ্যমেও এই জীবাণুকে নাশ করার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

উল্লেখ্য , কালিয়াচক ১ ব্লকের সব থেকে ঘনবসতিপূর্ণ গ্রাম পঞ্চায়েত হিসাবে উল্লেখ রয়েছে সুজাপুর । এই গ্রাম পঞ্চায়েতের রয়েছে একাধিক সরকারি, বেসরকারি স্কুল, ব্যাংক, বিভিন্ন সরকারি দপ্তর, শপিং মল, বাজারহাট , নানান ধরনের যানবাহনের স্ট্যান্ড প্রভৃতি। প্রতিদিনই অসংখ্য মানুষ নিত্যদিনের কাজকর্মের জন্য সুজাপুর শহরে যাতায়াত করে থাকেন। ঘিঞ্জি শহর হওয়ার ক্ষেত্রে করোনামুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত প্রধান আরিফ আলীসহ অন্যান্য সদস্যদের নেতৃত্বে শুরু হয় স্যানিটাইজেসনের কাজ।