অবতাকখবর সংবাদদাতা :- গত ছয় মাস আগে খুন হয়েছিল খোকন মোল্লা নামের এক ব্যাক্তির। সেই মামলায় গ্রেপ্তার হয় গফফার পুর্কায়েত ও রাকিব সরদার। পলাতক ছিল রাজু মোল্লা।
আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার গুরুত্বপূর্ণ ডেট আছে।মৃত গাফফার পুর্কায়েত এর বাড়ির লোকের অভিযোগ তার ছেলে এই মামলায় রাজ সাক্ষী ছিল সেই কারণে তার মামার বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এদিন রাতেই রাকিব সরদার এর বাড়িতে রাকিব ও রাজু মোল্লা তিন জন মিলে তাকে খুন করে।
এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মোতায়েন করা হয়েছে কুলপি থানার বিশাল পুলিশবাহিনী। যে বাড়িতে দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ির লোকজন পলাতক।কুলপি থানার ভার প্রাপ্ত আধিকারিক সমরেশ ঘোষ জানান, গত রাতে খবর পেয়ে মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তে পাঠানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।