অবতাক খবর সংবাদদাতা :- ময়নাতদন্তের রিপোর্টে অভিযুক্ত আসিফের মৃত বাবা ও মায়ের গলায় মিলল দাগের চিহ্ন। পুলিশি জেরায় বা ঘটনার পূর্ণনির্মানের সময়েও এমন কোন তথ্য আসিফ পুলিশকে দেয়নি। সেখানে বাবা মায়ের গলায় কোন দাগের চিহ্ন পাওয়ার কথা না।

ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশের অনুমান আসিফ বাবা মাকে শ্বাসরোধ করে খুন করেছে। অথবা মৃত্যুর আগে বাবা মায়ের সাথে ধস্তাধস্তি করেছে  । তবে মৃত্যুর আগে ঠিক কি হয়েছিল বাবা মায়ের সাথে, ময়নাতদন্তের রিপোর্টে গলায় দাগ মেলার পর ধন্দে রয়েছে পুলিশ। যদিও বোন ও ঠাকুমার রিপোর্টে তেমন কিছু আসেনি। বাবা মায়ের গলায় দাগ কিভাবে আসল এই নিয়ে ফের আসিফকে জিঞ্জাসাবাদ করবে পুলিশ। বর্তমানে আসিফ জেল হেপাজতে রয়েছে। আগামি ১৭ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে জেল হেপাজতেই পুলিশ তাকে জিঞ্জাসাবাদ করবে।