অবতাক খবর সংবাদদাতা :-স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত তিনটে নাগাদ মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে একটি দাঁতাল হাতি ভাঙচুর চালায় এলাকায়। অল্পের জন্য প্রানে বাঁচেন ঐ এলাকার এক মহিলা। এছাড়াও একটি বাড়িতে ভাঙচুর চালানোর পর চাল এবং ধান খেয়ে বেরিয়ে যায় দাঁতালটি। যদিও অপ্রতাশিত কোনো ঘটনা ঘটেনি বলে খবর। তবে মাঝ রাতে হাতির আক্রমণে ঘর ছাড়া হয়ে পড়েন এলাকার বহু মানুষ। আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা। যদিও হাতিটি ততক্ষন এলাকা ছেড়ে পুনরায় জঙ্গলে ফিরে যায়।এখুনও এলাকার লোকজন আতঙ্কে আছে।