অবতক খবর,২৪ জুলাই: মিডিয়া কর্মী যারা মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন, সঠিক খবর সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেবার দায়িত্ব রয়েছে যাদের কাঁধে, তাদের আরো এক অভিনব উদ্যোগ। করোনার এই সংকটময় পরিস্থিতিতে যেখানে রক্ত সংকট চরমে, এই রক্ত সংকট মেটাতে দিকে দিকে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের। ঠিক সেইরকম দ্য বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন আজ আয়োজন করল রক্তদান শিবিরের। সেই সঙ্গে তাদের স্লোগান ছিল- গাছ লাগাও প্রাণ বাঁচাও। আজ কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোড সংলগ্ন হরিসভায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামা গিরি,কানু মজুমদার, প্রসেনজিৎ হাজরা সহ অন্যান্য সাংবাদিক ও গুণীজনেরা।
আজ এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন সংবাদ কর্মী সহ অন্যান্যরা রক্ত দান করেছেন। উল্লেখ্য,এই হরিসভা যেখানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই স্থানটি ২০১৭ সালে ১০০ বছর পূর্তি উৎসব পালন করেছে। যা বীজপুরের মানুষের কাছে অত্যন্ত গর্বের। আর বাংলার গর্ব দ্য বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন। আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিএনবোস হাসপাতালের সুপার, কাঁচরাপাড়া এরিয়া কমিটি সম্পাদক দেবাশীষ রক্ষিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানের শুরুতেই যে সংবাদকর্মীরা এই করোনাকালে আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানটি শুরু করা হয়।