অবতক খবর,২৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শখ জেগেছে প্রধানমন্ত্রী হতে। তিনি তা হতেই পারেন, আপত্তি নেই। তবে বাংলার মানুষের প্রতি তার দায়বদ্ধতা নেই। তিনি বাংলার মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন। পশ্চিমবঙ্গে কাজ নেই। রাজ্যের মানুষ ভিন রাজ্যে যাচ্ছে কাজ করতে।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন বিজেপি রাজ্য সম্পাদক রথীন্দ্রনাথ বসু।
তিনি বলেন, রাজ্যের মানুষ ভিন রাজ্যে কাজে গিয়ে মারা যাচ্ছে। গত শনিবার মুর্শিদাবাদ জেলার তিন শ্রমিক মহারাষ্ট্রে মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্য নিয়ে টুইট করেন। অথচ নিজের রাজ্যে শ্রমিকদের কাজ নেই। তাদের কাজের তাগিদে ভিন রাজ্যে যেতে হচ্ছে। বাংলার মানুষের ভোটে জিতে বাংলার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার।