অবতক খবর,৩১ জুলাই:কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহেশনারায়নগঞ্জ ভাঙ্গণপাড়া এলাকা। বৃষ্টির জল জমে গিয়েছে হাঁটু পর্যন্ত, বাড়ির ভিতরে জমে গিয়েছে জল।জলের কারণে বাড়ি থেকে বেরোনো দায় হয়ে গিয়েছে বাসিন্দাদের। স্থানীয়দের দাবি,এই সমস্যা এইবারই প্রথম নয়। প্রতি বছরই বৃষ্টি হলে হাটু জল জমে যায়। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসন কোনো কোনো সময় মেশিন লাগিয়ে জল ছেকে অন্যদিকে ফেলে দিয়েছে।কিন্তু জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান এখনো হয়নি। গ্রামবাসীরা বলেন,এই জল জমে থাকার কারণে বাড়ি থেকে বেরোনো হয়ে গিয়েছে সমস্যা, জমা জল থেকে বিষাক্ত পোকামাকড়, সাপ উঠে পরছে বাড়িতে বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে চিন্তায় অভিভাবকরা। এই সমস্যার ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, আজ নতুন নয়, ওই জায়গাতে দীর্ঘদিন থেকে জল জমে যায়। গ্রামবাসীদের অসুবিধের কথা তিনি স্বীকার করেন। তিনি বলেন,জল বের করার জন্য যে ড্রেন গুলো আছে তার উপরে অনেকেই বাড়ি করে নিয়েছে। ফলে জল বেরোনোর রাস্তা বন্ধ।তবে আমি এই ব্যাপারে বিডিও, প্রধানকে জানিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব মেশিনের মাধ্যমে জল ছেকে ফেলার ব্যাবস্থা করার চেষ্টা করছি।