অবতক খবর,৩১ জুলাই: পূর্ব বর্ধমান শহর বর্ধমানের এসসি এসটি ওবিসি সেলের নতুন কমিটি গঠন করা হলো,বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের নতুন দায়িত্ব দেয়া হয়,৩৫ জন সভাপতিকে। এই ৩৫টি ওয়ার্ডের যারা সভাপতি হয়েছেন তারা নতুন কমিটি গঠন করবেন নিজের নিজের ওয়ার্ডে, ঘোষণা করা হলো এই মঞ্চ। আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত যারা এসসি এসটি ওবিসি সেলের দায়িত্বে রয়েছেন রাজ্য সহ-সভাপতি উজ্জ্বল প্রামানিক, পূর্ব বর্ধমান জেলা সভাপতি নেপাল ঘোড়ই, খোকন দাস, বর্ধমান দক্ষিণ বিধায়ক, বর্ধমান শহর সভাপতি সুজিত দত্ত, তাদের হাত দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই কমিটিতে মহিলাদের নেওয়া হয়েছে সভাপতি হিসেবে। বিধায়ক নেপাল ঘোড়ই জানান, লোকসভা ভোটে লড়ার মূল কান্ডারি হিসেবে লোকসভা ভোটের সামনে সারিতে পথে রাখতে হবে এই সমস্ত যুবক-যুবতীদের যাদের নতুন দায়িত্ব দেয়া হল। আর এই নতুন কমিটিতে যোগ দিয়ে খুশি যুবক-যুবতীরা।