অবতক খবর,৩১ জুলাই,মালদা: উত্তরপ্রদেশের আলিনগর থেকে মালদার পিরানাপিরে এসেছিলেন দারগা করতে। পিরানাপিরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মোহাম্মদ আসিফ, বয়স ৩২বছর। বাড়ি উত্তরপ্রদেশের আলি নগর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সকালে ট্রেনে করে মালদা টাউন স্টেশনে নামে। সেখান থেকে গাড়ি করে সকালে পৌঁছে যান পিরানাপিরে। সেখানে পুকুরে স্নান করতে যান গিয়েছিলেন মোঃ আশিক নামের এক যুবক। তারপরে জলে তলিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয় ও পরিবারের সদস্যরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।