অবতক খবর,১ আগস্ট: আগামী দিনে উত্তর দিনাজপুর জেলায় যে ক’টি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলি ও তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে জানান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। ইসলামপুর শহরের লোহাপট্টি মোড় জেলা সভাপতির ভবনে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।এই যোগদান কর্মসূচিতে ইসলামপুর ব্লকের রামগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির নেতা ভোলা সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
আজ জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ভোলা সরকারের স্ত্রী আগেই এফিডেভিটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য, বিজেপি থেকে জিতেছিলেন এবং আজ তার স্বামী, ওই অঞ্চলে বিজেপি নেতা ছিলেন এবং তিনি বেশকিছু সমর্থক নিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।এছাড়াও বলেন,২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে ঝাপিয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের মানুষ সারা দেননি এবং তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় এসেছে।