অবতক খবর,২ আগস্ট:সকাল থেকে ভ্যাকসিনের লম্বা লাইন, উধাও মাস্ক, সামাজিক দূরত্ব বালাই নেই।
এমনই চিত্র ধরা পরল ইসলামপুর ব্লকের রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যেখানে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে ৩০০ জনকে। সেখানে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভ্যাকসিন নিতে এসে করোনা আক্রান্ত হবে নাতো? প্রশ্ন থেকেই যাচ্ছে।
কেউ আবার বলছে, সাত দিন ধরে ঘুরেও ভ্যাকসিন পাইনি। কেউ আবার বলছে রাতভর জেগে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে আছি। মাস্ক পড়েননি কেনো? জিজ্ঞেস করা হলেই উত্তরে বলছে, মাস্কপকেটে।কেউ পড়ছে না বলেই মাস্ক পড়ছি না।
যেখানে সরকার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে করোনা তৃতীয় ঢেউ বলে আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। ভ্যাকসিন নিতে এসে এমন অবস্থা থাকলে তৃতীয় ঢেউয় কি আটকানো সম্ভব হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে সাধারন মানুষকে সচেতন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং রাস্তায় নেমে পড়েছিলেন। বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পড়বেন, হাত ধোবেন। কিন্তু কে শোনে আর। ভ্যাকসিন তো নিতেই হবে। না হলে ভিন রাজ্যে কাজ করতে যেতে পারবেন তারা।