অবতক খবর,৩ আগস্ট: আজ বহরমপুরে প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড-এর ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন এই মঞ্চের সদস্য রনি খান।
তিনি জানালেন,২০১৪ সালে যারা পাস করেছে সেই সময়ের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বড় সংবাদমাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা প্রশিক্ষণ নেবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে।কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি।এছাড়াও 11ই নভেম্বর ২০-তে পর্ষদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জেনেছেন, প্রায় কুড়ি হাজার প্রার্থী আছে।তার মধ্যে ১৬৫০০ জনকে নিয়োগ করার কথা বলা হলেও,এখনো তা সম্পন্ন হয়নি। পড়ে সাড়ে তিন হাজার ধাপে ধাপে নিয়োগের কথা বলা হয়েছিল।
তাদের দাবি,লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রশিক্ষণ নিয়ে এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পেলেন না। তাই আজ তারা জেলা শাসকের কাছে রাজ্যজুড়ে ডেপুটেশন দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন,করোনা বিধি মেনেই এখানে বেশি জমায়েত করা হয়নি।
মোট পনেরশো ডিএলএড প্রশিক্ষিত আছেন, যাতে তাদের ব্যবস্থা সরকার করে সেই জন্য আজকে তাদের এই আন্দোলন।