অবতক খবর,৪ আগস্ট: দুদিন ধরে চলছে কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। আর আজ দ্বিতীয় দিনেই ক্ষোভে ফেটে পড়লেন মানুষ।
কাঁচরাপাড়া পৌরসভা এবং নলিনী বসু রোড স্থিত স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ২৫০ জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
কিন্তু আজ নলিনী বসু রোড স্থিত স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে আগাম কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি মানুষকে। মানুষ ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে যখন দেখেন যে, সেখানে ভ্যাকসিন দেওয়া হবে না তার পরেই তারা তাদের ক্ষোভ উগরে দেন।
ভ্যাকসিন দেওয়ার কথা প্রায় ৩০০ জনকে, আর লাইনে দাড়িয়েছিলেন প্রায় ৭০০ মানুষ।
আজ তারা ভ্যাকসিন না পেয়ে কাঁচরাপাড়া পৌরসভার সামনে বিক্ষোভ শুরু করে দেন। এমনকি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়,হাতাহাতি পর্যন্ত লেগে যায়।
তাদের অভিযোগ, যাদের পরবর্তীতে ভ্যাকসিন দেওয়া হবে বলে টোকেন বিলি করা হচ্ছে সেইটাও কোনরকম সিস্টেমেটিক নয়।
লাইনের মাঝে এসে মানুষ টোকেন নিয়ে চলে যাচ্ছে। আর যারা আগের দিন থেকে লাইনে দাঁড়িয়ে আছে তারা টোকেন পাচ্ছে না এইরকম একটা বিশৃংখলা সৃষ্টি হয়েছে সেখানে।
যখন গন্ডগোলের সৃষ্টি হয়, তখন খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশের কোন কথাই শোনেনি।
এদিকে লাইনে দাঁড়ানো মানুষ বলছেন, আমরা ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি, অথচ টোকেন পাচ্ছিনা। লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের অন্তত আগামীকাল ভ্যাকসিন দেওয়ার নিশ্চয়তা দিয়ে টোকেন বিলি করে দেওয়া হোক।