অবতক খবর,৫ আগস্ট,মালদা: আতমা প্রকল্পের মাধ্যমে প্রদর্শনীক্ষেত্র তৈরি করে মালদা জেলায় সারাবছর ফলনশীল আম ও কাঁঠাল চাষের উদ্যোগ গ্রহণ করলো জেলা উদ্যানপালন দপ্তর।

শুধু আম ও কাঠাল নয়, এছাড়াও আরও পাঁচটি উচ্চ ফলনশীল প্রজাতির ফল চাষের উদ্যোগ নেয়া হয়েছে আতমা প্রকল্পের মাধ্যমে।

চলতি মরসুমে আতমা প্রকল্পে মালদা জেলায় মোট ১০০টি প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হবে। তার মধ্যে রয়েছে বারোমাস ফলনশীল আম ও কাঠাল। এছাড়াও উচ্চফলনশীল মালটা চায়না লিচু লাল জামরুল কাঠলিচু পেয়ারা চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার ১৫ টি ব্লকে কৃষকদের উন্নত প্রজাতির ফল চাষে আগ্রহ প্রদানের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে ইতিমধ্যে উদ্যানপালন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে প্রদর্শনী ক্ষেত্র তৈরি কাজ আগামী কয়েকদিনের মধ্যে গাছের চারা বিলি করা হবে বলে জানা গিয়েছে।