অবতক খবর,৬ আগস্ট, জলপাইগুড়ি:
পুলিশি তৎপরতায় ব্যর্থ ডাকাতির ছক।গ্রেফতার সাত অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠ এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাত ১০.৩০টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বেশ কিছু দুষ্কৃতী ফনির মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্য নিয়ে জমায়েত করছে।

খবর মিলতেই ধূপগুড়ি থানার এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল ঐ এলাকায় হানা দেয়। বেআইনিভাবে মজুত ধারালো বেশ কিছু অস্ত্র সহ মোট ৭ জনকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়।ধৃতদের থেকে জেরার মুখে জানা যায়,তারা ঐ এলাকায় জমায়েত হয়েছিল ধূপগুড়ি গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়েতে চা পাতা বোঝাই চলন্ত গাড়িতে ডাকাতির ছক করা হয়েছিল।পুলিশ তরফে আরো জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, এর পেছনে আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের নাম রাকেশ দাস,রাজিবুল ইসলাম,খুরশিদ আলম,অমিত দাস,রতন বারই,সুভাষ রায়,দশরথ মন্ডল।এদের অধিকাংশের বাড়ি আলিপুরদুয়ার জেলায়।ধৃতদের থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় পাশাপাশি একটি পিক আপ ভ্যান উদ্ধার করা হয়।