অবতক খবর,৬ আগস্ট: রাজ্যজুড়ে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের মিড ডে মিলের সামগ্রী দেওয়ার ঘটনা নিয়ে যখন চারিদিক সরগরম, ঠিক তখনই আবারো নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগে খবরের শিরোনামে উঠে এলো বালুরঘাট শহরের সাহেব কাচারী এলাকায় এক অঙ্গনওয়াড়ি স্কুল।

জানা গেছে ,বালুরঘাট সাহেব কাচারি এলাকায় একটি সরকারি অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে বাচ্চাদের আজ ৬ আগস্ট শুক্রবার সাহেব কাছারি এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল,ডাল বিলি করার সময় স্থানীয় এলাকার এক বাসিন্দা নিম্নমানের সামগ্রী দেবার অভিযোগ তোলেন। বিলি করা ডাল বাচ্চাদের খাওয়ার যোগ্য নয় বলে অভিযোগ করে জানান।
এছাড়াও তিনি আরো অভিযোগ করেন,সরকার এমন ডাল দিতে পারেনা। ব্যক্তিগতভাবে যদি না এই ডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা নিয়ে থাকেন। এই নিয়েই অভিযোগকারী সুপারভাইজারের কাছে মৌখিক অভিযোগ করেছেন বলে জানা গেছে। কিন্তু লিখিতভাবে অভিযোগ করার পরেই সমস্ত তথ্য ওই ব্যক্তিকে দেয়া হবে বলে জানিয়েছেন সুপারভাইজার। যদিও সূত্রে জানা গেছে, দীর্ঘ চার মাস ধরে ওই ডালটি স্কুলে বন্ধ অবস্থায় পড়েছিল, তাই ওই ডালে পোকা এবং ফাঙ্গাস জাতীয় এই সমস্ত জিনিস লক্ষ্য করা যায়।