অবতক খবর,৭ আগস্ট: অষ্টম বর্ষে পদার্পণ করল নপাড়া দাদাভাই সংঘ শারদ উৎসব উপলক্ষে আজ খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বৃষ্টিকে উপেক্ষা করে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়,সাংসদ সৌগত রায়।
পুজোর মূল উদ্যোক্তা অঞ্জন পাল জানালেন, সমস্ত রকম করোনা বিধি মেনেই সরকারি নির্দেশ অনুযায়ী সম্পন্ন হবে এবারের দূর্গা উৎসব। অশুভ শক্তি বিনাশের প্রার্থনা জানাবেন মায়ের কাছে।