অবতক খবর,৮ আগস্ট: আগামী ১৬ তারিখ থেকে শুরু হবে দুয়ারে সরকার। তার প্রস্তুতি হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের বিভিন্ন গ্রামে চলছে এক সচেতনতা শিবির।
চোপড়া ব্লকে দুয়ারে সরকার কর্মসূচি সফল করতে বুথে বুথে সচেতনতা শিবির শুরু হল।রবিবার চোপড়ার মুকদুমিতে গ্রামবাসীদের নিয়ে সচেতনতা শিবির করা হল।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুস্তাক আলম(মিস্টার) বলেন,দুয়ারে সরকার কর্মসূচি শুরুর আগে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি বুথে সচেতনতা শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।এর মূল উদ্দেশ্য শিবিরে অনেকেই আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে না পারার কারণে অনেক সময় উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন।তাই আগে থেকে সচেতনতামূলক শিবির করা হচ্ছে।যাতে আগে থেকে সবাই প্রস্তুতি নিতে পারেন।আগামী ১৬ আগস্ট থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে।