অবতক খবর,বাঁকুড়া:- একাধিক দাবিকে সামনে রেখে কারখানার গেটে অবস্থান-বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।

অত্যাধিক পরিমাণে দূষণ, স্থানীয় শ্রমিক নিয়োগ, রাস্তা সংরক্ষণ সহ একাধিক দাবিকে সামনে রেখে আজ সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর,নিধিরামপুর গ্রাম সংলগ্ন এই বেসরকারি কারখানাটি পুনরায় নতুন করে চালু হয় বছর দেড়েক আগে। অভিযোগ, তারপর থেকে জনশুনানির কোনো প্রতিশ্রুতি পালন করছে না এই কারখানা কর্তৃপক্ষ। এই কারখানার লাগামহীন দূষণের জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার মানুষ। চাষযোগ্য জমিতে পড়ছে কালো কালির আস্তরন। কৃষিকাজ উঠেছে শিকেয়। স্থানীয় বেকার যুবকদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কর্মী নিয়োগ করছে না এই কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ। দিনের-পর-দিন ভূগর্ভস্থ জল অবৈধভাবে তুলে নেওয়ায় জলস্তর নিম্নমুখী হয়ে পড়ছে। এছাড়াও গ্রামীণ রাস্তা হাল একেবারে বেহাল হয়ে পড়ছে এই কারখানার ওভারলোডিং লরি যাতায়াতের ফলে।

এই সকলেরই প্রতিকার চেয়ে কারখানার গেটে আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয় গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল নেতৃত্ব। যদিও তাতে উৎপাদনের কোনো ব্যাঘাত ঘটেনি।

কারখানা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কোন মুখ খুলতে চাইনি।