অবতক খবর,১০ আগস্ট: মা পরকীয়ার জেরে ছোটবেলাতেই পর পুরুষের হাত ধরে ছেড়েছেন ঘর। এতবছর বাবা রশিদ খাঁ-এর সাথে তাদের ছোট্ট চায়ের দোকানেই থাকত নাদনঘাট থানার বকপুর পঞ্চায়েতের সাহজাদপুরের বছর ১৩-র আলীক। কিন্তু মাস ছয়েক আগে সেই জন্মদাতা বাবাও তাকে ছেড়ে কেরলে পালিয়ে যায়।
এরপর কয়েকদিন দাদু ঠাকুমা খেতে দিলেও পরে আর দেয়নি।
শেষে বাবার ওই চায়ের দোকান আঁকড়ে ধরে জীবন-জীবিকা চালাচ্ছে আলীক।
আর পাঁচটা শিশুর মতই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন ছিল আলীকের। কিন্তু ক্লাস থ্রির বেশি আর পড়া হয়নি তার। আর এখন!! সে পড়াশোনা করবে কি! নিজের পেট নিজেই চালাতে হচ্ছে তার। এককথায় বলতে গেলে শিশু শ্রমিক অলীক। পেটের জ্বালা শৈশব কেড়ে নিয়েছে তার।
জীবনযুদ্ধে ওই ছোট্ট চায়ের দোকানই তার সম্বল। আর চা বেচে সারাদিনে যা রোজগার হয় তাতে কোনো মতে দু’বেলা পেট চলছে আলীকের।
পঞ্চায়েত প্রধান সাহাদুল শেখ বলেন, “আমি বিষয়টি জানতাম না। সম্প্রতি গ্ৰামবাসীদের কাছ থেকে জানতে পেরেছি। ওকে পঞ্চায়েতে ডেকে কিছু সাহায্য করব।”