অবতক খবর,১০ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং রাজ্যের মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর তত্ত্বাবধানে মঙ্গলবার গোয়ালপোখর এক নম্বর ব্লকের প্রিয় কমিউনিটি হলে উদ্বোধন হল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের জন্য কোচিং সেন্টার।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গোলাম রব্বানী ছাড়াও উপস্থিত ছিলেন মালদার তৃণমূল বিধায়ক রহিম বকশি, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের জেনারেল ম্যানেজার, ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগ এবং বিভিন্ন ব্লকের বিডিও সহ উচ্চপদস্থ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
এদিন মন্ত্রী গোলাম রব্বানী বলেন, গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের পিছিয়ে পড়া গোয়ালপোখর, ইসলামপুর, চাকুলিয়া, চোপড়া ও করণদিঘি এই চারটি ব্লকের আশি জন চাকরিপ্রার্থী এই কোচিং সেন্টারে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
তাদের এই প্রস্তুতির জন্য বিভিন্ন ব্লকের বিডিও স্থানীয় মেধাবী শিক্ষক এবং ইসলামপুর মহাকুমার মহকুমা শাসক স্বয়ং চাকরিপ্রার্থীদের কোচিং করাবেন।
এদিন ব্লক অফিস চত্বরে মন্ত্রীর উপস্থিতিতে একটি বাংলা সহায়তা কেন্দ্রেরও উদ্বোধন করা হয়।