অবতক খবর,১১ আগস্ট: নৈহাটিতে সিবিআই হানা।নৈহাটি রাধাবল্লভ রোড এলাকায় সম্রাট ভট্টাচার্য্য ও তার স্ত্রী প্রিয়াঙ্কা দে ভট্টাচার্য্যের বাড়িতে আচমকা সিবিআই এর পাঁচ সদস্যের দল হানা দেয়।

রানা দত্ত নামে ঐ দম্পতির ভাগ্নাকে সঙ্গে করে তাদের আরও একটি বাড়িতে হানা সিবিআই আধিকারিকরা।
কি কারনণে এই তদন্ত,তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাবাসীও হতবাক।