অবতক খবর,১৩ আগস্ট,বাঁকুড়া:- ফের বিজেপিতে ভাঙ্গন। পুরসভা নির্বাচনের আগেই বাঁকুড়া পৌর শহরে বিজেপির ঘর ছেড়ে তৃণমূলের ঘরে এলেন ৩৫টি পরিবার।

বিজেপির নগর মন্ডলের সম্পাদক, বেশ কয়েকজন বুথ সভাপতির হাত ধরেই বাঁকুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ওই পরিবারগুলি ঘাস ফুল শিবিরে যোগ দিলেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চ আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে আসা একাধিক নেতৃত্বের হাতে তৃনমূলের পতাকা তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পুর প্রশাসক বোর্ডের সদস্য এবং তৃনমূলের শহর নেতৃত্ব। তৃণমূলের দাবি,বিজেপি মানুষকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস তারা রাখতে পারেননি।
তাই তাদের দলের কর্মীরাও বিজেপি নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।
পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে শহরে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজ আগেই শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
যোগদানের ফলে দলের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। আসন্ন পুরসভা নির্বাচনে ফের পুরবোর্ড পরিচালনার দায়িত্ব নেবে তৃনমূল আশাবাদী তৃণমূল নেতৃত্ব।