অবতক খবর,১৫ আগস্ট,বাঁকুড়া:- আজ ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ডাক্তার এবং নার্সদের প্রয়াসে কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রচারে নামলেন।
যেভাবে দিনের পর দিন মানুষজন কন্যাসন্তানকে বিরূপ চোখে দেখে আসছে এবং কন্যা হয়েছে কিনা তা জানার চেষ্টা করে, কন্যাভ্রূণ হত্যার চালিয়ে যায়, আজ পুরুষ শাসিত সমাজে মহিলাদেরকে এইভাবে দিনের-পর-দিন জ্বালা যন্ত্রণা ভোগ করে যেতে হয়।
মানুষকে সচেতন করতে সেই বার্তায় মনে পড়ল মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তার এবং নার্সেররা আজ তাদের সঙ্গে বাঁকুড়ার জেলাশাসককে রাধিকা ইয়ার।