অবতক খবর,১৫ আগস্ট: আজ সিপিএম পার্টির রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সিপিএম ৭৫তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদায় পালন করল। ‌

আজ লেনিন সরণীস্থিত পার্টি কার্যালয়ে ডিওয়াইএফ এবং এসএফআই-এর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, শহীদ বেদীতে মাল্যদান করা হয়।

অন্যদিকে পার্টি নেতৃত্ব গান্ধী মোড়ে সমবেত হয়ে দেশের মুক্তি সংগ্রামের জন্য যে সমস্ত সংগ্রামী নেতারা শহীদ হয়েছেন, স্লোগান ও শাউটিংয়ের মাধ্যমে তাদের অভিনন্দিত করেন। দেশপ্রেম এবং জাতীয়তাবাদের পক্ষে আজ গণশক্তিতে একটি শপথ বাণী লিখিত আকারে প্রকাশিত হয়েছে। সেই অংশটি তারা শপথ হিসেবে পাঠ করেন। এবং মানব বন্ধনের অনুষ্ঠান করেন। তারা বলেন ভারত স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ দেশ।

এই অনুষ্ঠানে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত, বরিষ্ঠ নেতা ও সদস্য শম্ভু চ্যাটার্জীএবং অন্যান্য পার্টি সদস্য সুকান্ত রক্ষিত,দেবর্ষি সোম এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিপিএম জাতীয় পতাকা উত্তোলন করছে এবং স্বাধীনতা দিবসে শপথ বাক্য পাঠ করছে,এতে অঞ্চলে একটি আলোড়ন সৃষ্টি হয়।