অবতক খবর,১৬ আগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে খড়দায় নিজের বাড়িতেই মৃত্যু হল প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জীর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

কলকাতার ৩ প্রধান দল সহ দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করেন চিন্ময় চাটার্জী।
তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলার ক্রীড়া জগতে।

মৃত্যুর পর চিন্ময় চাটার্জী মৃতদেহের উপর ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা দিয়ে তাঁকে শেষ সম্মান জানানো হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চিন্ময় চ্যাটার্জির বাড়িতে আসেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা।

চিন্ময় চ্যাটার্জির দীর্ঘদিনের সহযোদ্ধা রঞ্জিত মুখার্জী জানালেন,চিন্ময়ের এই মৃত্যু দেশ সহ বাংলা ফুটবলের অফুরন্ত ক্ষতি।
তাঁর পরিবারকে সমবেদনা জানানোর ভাষাটুকু হারিয়ে ফেলেছেন তিনি।