অবতক খবর,১৬ আগস্ট,উওর ২৪ পরগণা:বসিরহাট মহাকুমার স্বরুপনগর বিধানসভা শায়েস্তানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪টি।
তার মধ্যে তৃণমূলের ৭টি কংগ্রেস ২, নির্দল ৩,বিজেপি ২।
বর্তমান তৃণমূলের প্রধান শামসুর নাহার বিবি, উপপ্রধান সমীর দাস।
প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি,স্বজন পোষণ,কাজ না করে সেই বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, রাস্তার নাম করে রাস্তার টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েতের তৃণমূলের সাত সদস্য নির্দল, এমনকি কংগ্রেসের সদস্যরা দুর্নীতির অভিযোগ তুলেছিল। চলতি মাসের ৩ রা আগস্ট স্বরূপনগরের বিডিও গোপালকৃষ্ণ ধারার কাছে অনাস্থা কাগজ জমা দেন ।পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কাছে দলের এই সিদ্ধান্ত জানিয়ে দেন।
দলেরই ৭ তৃণমূল সদস্য ও বিরোধী দলের বেশ কয়েকটি সদস্যরা অনাস্থা এনে আজ সোমবার দুপুরবেলা শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আমিরুল ইসলাম ও মিজানুর রহমান, আজ তারা মিছিল করে তৃণমূলের সদস্যদের নিয়ে পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হওয়ার জন্য সেই প্রস্তাব লিখিত আকারে জমা দেন।
শায়েস্তানগর ১, নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান কে হবে সেটা সময় বলবে। এই ব্যাপারে বর্তমান প্রধান শামসুর নাহার বিবি, উপপ্রধান সমীর দাস, কিছু বলতে চাননি।