অবতক খবর,১৭ আগস্ট: আজ বহরমপুর তৃণমূল কার্যালয়ে নব নির্বাচিত প্রাক্তন বিধায়ক সাওনি সিংহ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়।
গতকাল বিকেলে রাজ্য থেকে যে তালিকা এসেছে তাতে মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা দুটি ভাগে বিভক্ত করে মুর্শিদাবাদে নির্বাচিত তৃণমূল জেলা সভাপতি সাওনি সিংহ রায় ও জঙ্গিপুরে তৃণমূল জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাওনি সিংহ রায় জানালেন, এত বড় দায়িত্ব দেয়ার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।
এছাড়াও তিনি জানান,১৩টি বিধানসভা তার দায়িত্বে। ফলে জেলা দুটি ভাগে ভাগ করার রাজনৈতিকভাবে সকলকে নিয়ে কাজ করতে সুবিধা হবে।
যারা বিধায়ক আছেন, তাদের নিজের এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। যা পারছেন তাই বকছেন।
গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ছোটখাটো ঝুট ঝামেলা হতে পারে, সকলকে এক ছাতায় নিয়ে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আগামী দিনে যারা শাখা সংগঠন আছে তাদের নিয়ে সংগঠনকে আরো মজবুত করতে হবে ও তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় আরো মজবুত করতে হবে,এর জন্য জেলাবাসীর কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এই দিন উপস্থিত ছিলেন লালগোলা বিধায়ক মোহাম্মদ আলী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন সহ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।