অবতক খবর,১৮ আগস্ট: সিআইটিইউ পানিহাটি জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্য বিদ্যুৎ দপ্তর ঘোলা বাস স্ট্যান্ড ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল।
বিদ্যুৎ বিলের ইউনিট প্রতি মূল্য কমাতে হবে, বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণ করা যাবে না এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে রাজ্যজুড়ে সিআইটিইউ পক্ষ থেকে সমস্ত স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডের অফিস গুলোতে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে।
তারই অঙ্গ হিসেবে আজ পানিহাটি ঘোলাতে তা পালন করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাবলা গুহ রায়।
প্রধান বক্তা ছিলেন সিআইটিইউ উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী, সিপিআইএম উত্তর ২৪ পরগণা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী,কানু চক্রবর্তী, সুজিত মজুমদার এবং কিশোর বিশ্বাস বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগণা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য্য পাঁচজনের প্রতিনিধি দল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সোদপুর সিসিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেশন ম্যানেজার, সরস্বতী মুদি ওনার সাথে দেখা করেন এবং তাদের দাবি তুলে ধরেন।
এই পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন সুজিত মজুমদার, কিশোর বিশ্বাস, বাবলা গুহ রায়, কানু চক্রবর্তী ও সত্যেন মোদক।