অবতক খবর,১৮ আগস্ট,মালদাঃব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ী। সাথে থাকা দেড় লক্ষ টাকা মোটরবাইক সহ মোবাইল ছিনতাই। বাধা দিতে গেলে পেটে চাকু ও সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানা হয়।
ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার শ্রীলারপুর গ্রাম পঞ্চায়েতের মিঞা পাড়া এলাকায়।
আহত ব্যবসায়ী সাজেন মিঞা বয়স(২৭) বছর। পেশায় তিনি ভিন রাজ্যের পাঠানোর কাজ করতেন। আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো গতকালকেও মোটর বাইকে করে শ্রমিকদের টাকা দিতে যাচ্ছিলেন শ্রীলারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা গাংনী এলাকায় যাওয়ার পথে ঝাকসুটোলা এলাকায় সাত জন দুষ্কৃতী তার পথ আটকায়। তার কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা মোটরবাইক ও মোবাইল ছিনতাই করে। বাধা দিতে গেলে তার পেটে চাকু মারে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের মধ্যে দুইজন দুষ্কৃতী রাফিকুল সেক, বুলবুল সেককে চিনতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তড়িঘড়ি চিকিৎসার জন্য রাতে ওই ব্যবসায়ীকে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছিনতাই না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।