অবতক খবর,১৯ আগস্ট: মহামান্য উচ্চ আদালতের রায়ে খুশী শ্যামনগর রাহুতার মৃতা শোভারানি মন্ডলের পরিবার।
হাইকোর্ট ভোট পরবর্তী হিংসার তদন্ত সিবিআই-কে দেওয়ায় খুশি শোভারানির ছেলেরা এবং গোটা পরিবার।
তবে খোদ সিবিআই তাদের মায়ের খুনের তদন্ত করবে এটা ভাবতে পারেনি তারা।তবে এবার তারা আশ্বস্ত হয়েছেন তাদের মায়ের আসল খুনিরা ধরা পরবে।
তবে ইতিমধ্যেই তাদের উপর মুখ না খোলার চাপ আসতে শুরু করেছে।তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।তাই তারা নিরাপত্তার আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে।
নিরাপত্তার অভাবে তারা এখন বাইরেও বেরোতে ভয় পাচ্ছেন।
এছাড়াও মন্ডল পরিবার দাবি করছেন, তারা যেহেতু বিজেপি করেন সেই কারণে একাধিক জায়গায় তারা আধার কার্ড জমা দেওয়া সত্ত্বেও ভ্যাকসিন মেলেনি তাদের।
ঘটনার প্রকাশ, ২রা মে ভোটের ফল প্রকাশের পরই রাতের বেলায় জনা ২৫ জন দুষ্কৃতী আক্রমণ করে বিজেপির জগদ্দল ১৭১ নং বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়ি।
কমল মন্ডল,তার ভাই তারক মন্ডলকে মারধর শুরু করে দুষ্কৃতীরা। এরপরে তাদের মা শোভারানি মন্ডল তাদেরকে বাঁচাতে গেলে তাঁকে বাশ দিয়ে পিটিয়ে মেরে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও বাকিরা কেউই এখনো গ্রেফতার হয়নি।
এরপরে শোভারানি মন্ডলের বাড়িতে খবর নিতে আসেন বিজেপির সর্ভারতীয় সভাপতি জেপী নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা।