অবতক খবর,১৯ আগস্ট,বাঁকুড়া:- গত রবিবার তালিবানরা কাবুলে প্রবেশের পরেই আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি দেশ ছাড়েন৷ এর পরেই তালিবান জঙ্গিরা আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দখল নেয়৷ আফগান সংসদেও ঢুকে পড়ে তালিবানি জঙ্গিরা৷ আর এর কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের সব দেশ তাদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের ফেরাতে শুরু করে ৷ এমনকি দু’দফায় ভারতও আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরেয়ে এনেছে।
এমন অবস্থায় বাঁকুড়া মাচানতলা থাকা আফগানিস্তানে যে আস্থানা তাদের চোখে-মুখে একরাশ অন্ধকার দেখতে পাওয়া গেল তাদের পরিবার পরিজনদের চিন্তায়। কারণ তারা জন্মসূত্রে ভারতীয় হলেও প্রায় এক থেকে দেড়শ বছর আগে ভারতবর্ষে চলে এসেছিলেন এবং এখানে নাগরিকত্ব পেয়েছেন। এখানে তারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে ভারতবর্ষে বসবাস করেন।
এই কঠিন পরিস্থিতিতে তারা তাদের যে নিকট আত্মীয়রা এখনো আফগানিস্থানে রয়েছেন তাদের দুশ্চিন্তায় ঘুম আসে না তাদের।
আগেও মোবাইলে তাদের খোঁজ খবর নিলে গতকাল থেকে প্রায় নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের খোঁজ নিতে পারছেন না।