অবতক খবর,২১ আগস্ট: সর্বভারতীয় তৃণমূল দলের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে, তৃণমূল পরিচালিত বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদে যে পঞ্চায়েতগুলি আছে সেগুলি নিজেদের দলের বিরুদ্ধে কোন অনাস্থা আনতে পারবেন না।

আজ বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায়।

তিনি আরো বলেন যে, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা যেভাবে নিজেদের দলের বিরুদ্ধে অনাস্থা আনছেন, তা কখনো মেনে নেওয়া যাবে না। সেই কারণে একটি দল গঠন করা হয়েছে। যেখানে দেবাশীষ বৈশ্য, শাহনাজ বেগম, দেবাশীষ রায় এরা মূলত যেসব পঞ্চায়েতে অভিযোগ থাকবে তাদের জমা দিতে হবে। যদি কেউ দলের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি এও বলেন, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তৃণমূল দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে, তাই দলের কর্মী ও নেতৃত্বদের কাছে তিনি আবেদন জানান আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।