অবতক খবর,২২ আগস্ট: সাগর বিধানসভার অন্তর্ভুক্ত রুদ্রনগর ব্লক বাজারে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের
উদ্যোগে রাখীবন্ধন উৎসব উজ্জাপন হল।
উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ও অন্যান্য নেতা নেতৃবৃন্দ।
রং বেরঙের রঙিন ডোরে,
রাঙিয়ে উঠুক নতুন ভোরে ||
এসো তবে আজি প্রতিজ্ঞা করি,
হিংসা ভুলে প্রেম বাঁধনে বাঁধি
একসাথে একপথে লড়বো চলবো,
একসুরে ঐক্যের জয়গান গাইবো।