অবতক খবর,২৪ আগস্ট: বকখালি পর্যটন কেন্দ্রে হঠাৎই যমদূতের আগমন।

ভয়ে জড়োসড়ো পর্যটকেরা। নামখানা ব্লকের বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের মাঝখানে হঠাৎ দেখা মিলল যমদূতের। করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতে দেশে আগমন ঘটেছে করোনার তৃতীয় ঢেউয়ের। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে মাথায় রেখে কোভিড সর্তকতা নিয়ে বেশ তৎপর নামখানা ব্লক প্রশাসন।

নামখানা ব্লক প্রশাসন এবং নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বকখালি এবং মৌসুমী পর্যটন কেন্দ্রে অভিনব পদ্ধতিতে করা হলো কোভিড বিধি সতর্কতার প্রচার। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের শিল্পীরা যমদূতের বেসে ঘুরে বেড়ালো বকখালি পর্যটন কেন্দ্রে। যমদূত কে সঙ্গে নিয়ে নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শান্তনু সিংহ ঠাকুর নিজে বকখালির বিভিন্ন হোটেল সী বিচ এবং বকখালির সমস্ত দোকানে গিয়ে হোটেল মালিক ক্রেতা-বিক্রেতা এবং পর্যটকদের কভিড বিধি সম্পর্কে সতর্ক করলেন। সেই সঙ্গে পর্যটক কিংবা ক্রেতা-বিক্রেতা কারোর কাছে মাস্ক না থাকলে প্রথমে তাদের একটু ভয় দেখিয়ে তারপরে যমদূত নিজেই মাস্ক পরিয়ে দিলেন।