অবতক খবর,২৪ আগস্ট: ২০১৭ সালের বড় বন্যার স্মৃতি দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহর বাসির মনে এখনও দগদগে।

এমত অবস্থায় বেশ কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ায় বালুরঘাটের বুক চিরে বয়ে চলা আত্রাই নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করছে বালুরঘাটবাসী।

তার ওপর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর বঙ্গের জেলা গুলি হলুদ কিংবা কমলা সর্তকতা জারি করা হয়েছে।

বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘন্টার মধ্যে।

পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা অর্থাৎ জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, বিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় আত্রাই নদীর জল বেড়ে যাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই নদী সংলগ্ন এলাকার মানুষজন বন্যার আশঙ্কা করছেন।

বন্যা হলে এই সমস্ত মানুষজন বাড়ির ছোট বাচ্চা সহ বাড়ির জিনিসপত্র নিয়ে কোথায় যাবেন সেই আতঙ্কে তাদের দিন কাটছে।