অবতক খবর,২৫ আগস্ট: গত ১৬ই আগস্ট থেকে রাজ্যে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে।
সেই থেকে পর্যায়ক্রমে আজ নবমতম দিনে পানিহাটি পৌরসভা ৩৪,৩৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ক্লাব প্রাঙ্গণে পালিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।
আজ দুয়ারের সরকার কর্মসূচি খতিয়ে দেখতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, হাজির হলেন নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখলেন সমস্ত ব্যবস্থা কথা বললেন সরকারি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে আসা সাধারণ মানুষের সাথে।
এরপর নির্মল ঘোষ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য বদ্ধপরিকর তিনি এবং পানিহাটি পৌরসভা সমস্ত সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখছে।
পৌরসভার প্রায় ১৫০ জন কর্মী আর প্রকল্পের সুবিধা নিতে আসা সাধারণ মানুষ জানালেন, খুব সকালে লাইনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি তাদের গন্তব্যে।
সামরিক কষ্ট হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানালেন তারা।