অবতক খবর,২৭ আগস্ট: করোনার তৃতীয় ঢেউ আসার আগের আগাম সতর্ক বার্তা দিয়েছে ভারত সরকার। তাই সম্পূর্ন ভাবে লকডাউনে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়।

যেখানে বলা হয়েছে যেই সমস্ত এলাকায় করোনার প্রকোপ অনেকটাই বেশি বা রোগীর সংখ্যা বেশি সেই সমস্ত জায়গা গুলি স্থানীয় প্রশাসন দ্বারা চিহ্নিত করে ছোট ছোট কনটেইনমেন্ট জোন তৈরীর।
সেই তালিকায় আজ ২৭শে আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট পৌরসভার অন্তরে মোট দুটি পৌরসভার ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে।

জানা গেছে, প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত হয় বালুরঘাট শহরে নতুন ১৭ নম্বর ওয়ার্ড এবং ২৫ নাম্বার ওয়ার্ডের এলাকাগুলির ৫০ মিটার এলাকাজুড়ে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়।
কিন্তু ঘোষণা পূর্বেও হেলদোল নেই সরকারের।
মানুষজনের ব্যবহারে সম্পূর্ণ উল্টো চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

জানা গেছে ১৭ নাম্বার ওয়ার্ডের দিপালী নগর থেকে গৌতম সংঘ সম্মুখে ৫০ মিটার এলাকাজুড়ে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। এছাড়াও ২৫ নাম্বার ওয়ার্ডের সাহেব কাচারি সংঘশ্রী ক্লাব এলাকাজুড়ে ৫০ মিটার কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে।

কিন্তু সকাল থেকে দেখা মিলছে না প্রশাসনের কোন কর্তার।

অনেকে জানেই না তাদের এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। যদিও এই মুহূর্তে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।