অবতক খবর,২৮ আগস্ট: শনিবার সকালে চোপড়ার সুফলগছ এলাকায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফে কোচবিহার রাজ্যের ভুক্তি চুক্তি দিবস পালিত হল।
জিসিপিএ’র পতাকা উত্তোলন করেন সংগঠনের চোপড়া ব্লক সম্পাদক রাজীব সিংহ ও জাতীয় পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হেমন্ত বর্মন।
২৮ অগাস্ট ১৯৪৯ সালে ভারতের গভর্ণর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সেই চুক্তি ‘কোচবিহার রাজ্যের ভারত ভূক্তি চুক্তি’ নামে পরিচিত। সেই চুক্তি মোতাবেক ১২ সেপ্টেম্বর ১৯৪৯ সালে কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। এদিন চোপড়ায় জাতীয় পতাকা ও জিসিপিএ’র পতাকা উত্তোলনের পর দিনটির গুরুত্বর কথা তুলে ধরেন গ্রেটার নেতৃত্ব। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চোপড়া ব্লক সম্পাদক রাজীব সিংহ বলেন, ‘আমরা কোচবিহারবাসীর স্বার্থে ভারত ভূক্তি চুক্তি রূপায়নের দাবি করছি। কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলা হল সেই প্রশ্নও দীর্ঘদিন থেকেই তুলে আসছি। ভারতভুক্তি চুক্তিতে যেসব সুযোগ সুবিধা কোচবিহারবাসীর পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে সেই প্রসঙ্গও এই ঐতিহাসিক দিনে তুলে ধরা হচ্ছে।