অবতক খবর,২৮ আগস্ট: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর আজ ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা নেতৃত্বরা।
কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌগত ঘোষের নেতৃত্বে আজ প্রায় ৭০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করলেন তারা। যা বীজপুর তথা এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ইতিহাস রচনা করেছে।
তাদের এই সভায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।
আজকের এই বিশেষ প্রস্তুতি দেখে মুগ্ধ হয়ে যান খোদ বিধায়ক। তাঁকে স্বাগত জানান সেখানে উপস্থিত সকল ছাত্র ছাত্রীরা। পরিশেষে তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে সৌগত ঘোষ জানান, আজ একটি ঐতিহাসিক দিন। আর এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতেই আমাদের এই আয়োজন। আমি চেষ্টা করেছি আজকের এই বিশেষ দিনে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই ভার্চুয়াল সভায় যোগ দিক। আশা করছি আমি তাতে সফল হতে পেরেছি।