অবতক খবর,২৮ আগস্ট: বিরল প্রজাতির শাঁখামুথি সাপ উদ্ধারের পর সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা বনদপ্তর নিয়ে গেল।

শাঁখামুথি সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো এলাকায়। কান্দি জেমো এলাকায় সাপটিকে প্রথমে একটি বাড়ির পাশে গর্তে দেখতে পাই সানিও বাসিন্দারা তড়িঘড়ি কান্দির বনদপ্তরে খবর দেয় এলাকাবাসীরা।
বনকর্মীরা খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে এবং অভয় অরণ্য ছেড়ে দেবার উদ্দেশ্যে কান্দির বনদপ্তরে শাঁখামুথি সাপটি নিয়ে যায় বনকর্মীরা। বন ও কর্মীদের তৎপরতায় খুশি এলাকাবাসীরা।

বনকর্মীরা জানিয়েছেন, শাঁখামুথি প্রজাতির সাপ বর্তমানে বিরল সংরক্ষণের জন্য সবথেকে কোন অভয় অরণ্য ছেড়ে দেয়া হবে।