অবতক খবর,৩১ আগস্ট,জলপাইগুড়ি:ভ্যাকসিন নিতে গিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল ধূপগুড়ির শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দূরামারী এলাকা।
কাতারে কাতারে মানুষ দুরামারি উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন ক্যাম্পে সকাল থেকে ভিড় জমায়।
ভিড় এতটাই বেসামাল হয়ে পড়ে যে, গেট ভেঙে নিচে পড়ে যায় কমপক্ষে ৩০ জন মানুষ।
ওই ৩০ জন মানুষকে পদপিষ্ট করে কয়েক হাজার মানুষ ভ্যাকসিন কেন্দ্রের দিকে দৌড়াতে থাকে। এতে গুরুতর আহত হন কমপক্ষে ১৫ জন। কারো কান থেকে রক্তপাত , কারো মাথা থেকে ঝরঝরিয়ে রক্ত পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়।তবে এই দুর্ঘটনার পরেও ভ্যাক্সিনেশন ক্যাম্পে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের চরম ব্যর্থতার সাক্ষী থাকলো ধুপগুড়ি। কি করে এত বড় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে?
স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে, পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন?
তবে কয়েকজন পুলিশকেও নিচে পড়ে যেতে দেখা গেছে। ভিড় দেখেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে?